সওদা বাজার রাজশাহীর একমাত্র  অনলাইন বাজার যেখানে শুধুমাত্র রাজশাহীর প্রকৃত ব্যবসায়ীরাই তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন এবং ক্রেতারা সহজে তাদের প্রয়োজনীয় পণ্যের তথ্য পাবেন এবং সরাসরি প্রকৃত ব্যবসায়ীকে খুঁজে পাবেন।  

আমাদের অনলাইন পেজে কীভাবে একটি বিজ্ঞাপন পোস্ট করবেন তার সহজ কিছু ধাপ নিম্নে দেয়া হলঃ 

মাত্র ২ মিনিটে বিজ্ঞাপন পোস্ট করুন সওদা বাজার ডট কম-এ !

সওদা বাজার-এ বিজ্ঞাপন দেওয়ার নিয়ম

পণ্যের বিজ্ঞাপন দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ অথবা মোবাইল থেকে সরাসরি সওদা বাজার– এর সাইটে প্রবেশ করতে হবে। প্রথমে আপনাকে পেজে নিবন্ধন/রেজিস্ট্রেশন করতে হবে এবং ইমেলের মাধ্যমে আপনার নিবন্ধন যাচাই করতে হবে৷ নিবন্ধন/রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন এ আপনার ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার একাউন্টে প্রবেশ করতে পারেন ও বিজ্ঞাপন দিতে পারেন।  

SowdaBazar Login & Registration Page

তবে সওদাবাজারে বিজ্ঞাপন দেয়াকে আরও সহজ করতে এবং ইউজারের সুবিধার্তে সাইট এ নতুন অ্যাকাউন্ট/রেজিস্ট্রেশন করা ছাড়াই বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করেছে… !!

আপনি প্রথম বিজ্ঞাপন দেয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয় ভাবে আপনার রেজিস্ট্রেশন/অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তাই প্রথম বিজ্ঞাপন দেয়ার জন্যে “+বিজ্ঞাপন দিন” বাটনে ক্লিক করুন। এই সকল ক্ষেত্রে আপনার দেয়া বিজ্ঞাপন গুলো ম্যানেজ করা সহজ হবে।

সওদা বাজার পেজে আপনি কি ধরনের বিজ্ঞাপন দিতে চান তা নির্বাচন করুন। আমাদের ওয়েবসাইট এ তিন ধরনের বিজ্ঞাপন দেয়া যায়।

১) বিক্রয়

২) ক্রয়

৩) ভাড়া

বিজ্ঞাপনের ধরন নির্বাচনের পর আপনার বিজ্ঞাপনের শ্রেণী ও উপশ্রেণী নির্বাচন করতে হবে নিম্নে বিশদ আলোচনা করা হল

১। সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন

পরবর্তী ধাপ হলো, সঠিক ক্যাটাগরি নির্বাচন করা। এই ধাপটি বিজ্ঞাপন পোস্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপগুলোর মধ্যে একটি। কারণ ব্যবহারকারীরা উক্ত ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি ব্যবহার করে পণ্য অথবা সেবার জন্য অনুসন্ধান করবে। অতএব, আপনার বিজ্ঞাপনটি সঠিক ক্যাটাগরিতে পোস্ট করা গুরুত্বপূর্ণ। 

আপনি যেই পণ্য বা সেবা বিক্রি করার চেষ্টা করছেন, সেটি সওদাবাজার-এ প্রদত্ত ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে। উপযুক্ত ক্যাটাগরি বাছাই করার উদ্দেশ্যে সেখানে ক্লিক করার পর আপনার পণ্য বা সেবা সবচেয়ে বেশি ফিট করে এমন একটি সাব-ক্যাটাগরি নির্বাচন করুন।

২. আপনার লোকেশন বা অবস্থান নির্বাচন করুন

সঠিক লোকেশন নির্বাচন করুন

সঠিক ক্যাটাগরি নির্বাচন করার পরে আপনি যেখান থেকে আপনার পণ্য বা সেবা বিক্রি করতে চান অথাৎ আপনার পণ্যের প্রাপ্তির স্থান বা আপনার ব্যবসার স্থান বা এলাকা নির্বাচন করুন। 

আপনার অবস্থান এলাকা, শহর ও বিভাগ অনুযায়ী বিভক্ত হতে পারে। সকল এলাকা পেজে লিপিবদ্ধ করা সম্ভব নয়, তাই আপনার এলাকা সরাসরি না থাকলে যে এলাকা পেজে লিপিবদ্ধ করা আছে সেখান থেকে আপনার নিকটতম এলাকা কে নির্বাচন করুন। সঠিক লোকেশন দেওয়ার মাধ্যমে আপনার আশেপাশে বসবাসরত ক্রেতারা সহজেই আপনার পণ্য বা সেবা কিনতে পারবেন।

৩। শিরোনামঃ

একটি বিজ্ঞাপন অনেকটা তার শিরোনাম এর মাধ্যমে কাস্টমারের কাছে আকর্ষিত হয় তাই শিরোনাম ভাল ভাবে চিন্তা করে সুন্দর শিরোনাম দেয়ার চেস্টা করুন। পণ্যের শিরোনাম আপনি সহজ ও মানুষ যেভাবে খোঁজে এই রকম কীওয়ার্ড অন্তর্ভুক্ত করবেন, যাতে ক্রেতারা সহজেই আপনার বিজ্ঞাপনগুলি খুঁজে পেতে পারে।   

সওদাবাজার-এ শিরোনাম লিখার অক্ষরসীমা হল-৩৫ তাই এই অক্ষরসীমার মধ্যেই সুন্দর ভাবে আপনার বিজ্ঞাপনের শিরোনাম লিখুন।      

৪। মূল্যঃ

মুল্যের ঘরে আপনার পণ্যের বা সেবার মুল্য লিখুন, দাম খুব বেশি না দিয়ে মার্কেট অনুসারে বা আকর্ষণীয় দিন যাতে কাস্টমার আপনার পণ্যের বিষয়ে আগ্রহী হয়। 

৫। মার্কেটঃ

শুধু মাত্র আমাদের পেজেই কাস্টমারের সুবিধার জন্যে রাজশাহী শহরের জনপ্রিয় মার্কেটের লিস্ট দেয়া আছে যেখান থেকে আপনার প্রতিষ্ঠান কোন মার্কেটে তা সিলেক্ট করুন এটি আপনার প্রতিষ্ঠানের প্রতি কাস্টমারের আগ্রহ আরো বাড়বে ও আপনার প্রতিষ্ঠানকে সহজেই খুঁজে পাবে।

৬। বর্ণনাঃ

বিজ্ঞাপনের অন্যতম গুরুত্বপুর্ণ একটি বিষয় হচ্ছে বিজ্ঞাপনের বিশদ বিবরণ, আপনার পণ্য বা পরিসেবা সঠিকভাবে ও বিস্তারিত বর্ণনা করুন যাতে আপনার পণ্য সম্পর্কে কাস্টমার ভাল ধারনা পায়। যত বিশদ বিবরণ তত দ্রুত সেল। এই পর্যায়ে আপনি যা বিক্রি করতে ইচ্ছুক সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য যোগ করতে হবে। বিজ্ঞাপনের একটি উপযুক্ত, সংক্ষিপ্ত শিরোনাম দিন, এবং বিবরণ অন্তর্ভুক্ত করুন। ক্রেতাদের আকর্ষণ করতে সঠিক কীওয়ার্ড এবং তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন। মনে রাখতে হবে, যত বেশি বর্ণনা তত বেশি ভিউ! বিস্তারিত বিবরণের পর আপনি প্রদত্ত সকল তথ্য সত্য এবং নির্ভুল কিনা যাচাই করে নিন।

৭। বৈশিষ্ট্য তালিকাঃ

এই স্থানে আপনার পণ্য বা সেবার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করুন এটি আপনার  

পণ্য বা সেবার বিজ্ঞাপনের প্রতি কাস্টমারকে আকৃষ্ট করবে ও বিজ্ঞাপনটিকে বিস্তারিত দেখার জন্যে আগ্রহী করবে ফলে আপনার বিজ্ঞাপনের ভিউ বাড়বে যা আপনার পণ্যের বিক্রির সম্ভাবনা আরো বাড়িয়ে দিবে।

৮। ছবিঃ

আকর্ষণীয় ছবি আপলোড করুন।

সহজেই গ্রাহকদের নজর কাড়তে সক্ষম এমন তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো আপনি যেই পণ্য বা সেবা বিক্রি করছেন তার ছবি।পণ্যের ছবি তোলার সময় ভাল ক্যামেরা বা পরিপূর্ন আলোর ব্যাবস্থা রাখুন, ডাউনলোড ছবির চেয়ে বাস্তব পণ্যের ছবি বেশি কাস্টমারের কাছে আকর্ষণীয় হয়। আপলোড করা ছবি মুহূর্তেই গ্রাহকদের আপনার পণ্য অথবা সেবা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে সক্ষম, তাই নিশ্চিত করতে হবে যে আপনি ভালো মানের হাই কোয়ালিটি ছবি আপলোড করেছেন৷ গ্রাহকদের দেখার সুবিধার্থে পণ্যের বিভিন্ন আঙ্গিক থেকে তোলা একাধিক ছবি আপলোড করা যেতে পারে। কারণ বেশি ছবি মানেই বেশি ভিউ! আর বেশি ভিউ মানেই দ্রুত সেল! 

৯। যোগাযোগের ঠিকানাঃ

এই ঘরে আপনার সাথে ক্রেতা কিভাবে যোগাযোগ করবে তার ঠিকানা দিন। আপনি যেখান থেকে আপনার পণ্য বা সেবা বিক্রি করতে চান অথাৎ আপনার পণ্যের প্রাপ্তির স্থান বা আপনার ব্যবসার স্থান বা এলাকা ইত্যাদির জন্যে এই ঘরটি অত্যান্ত গুরুতপুর্ন। একবার এই ঠিকানা দিলে তা আপনার একাউন্টের সাথে সেফ হয়ে যায়।

১০। ট্রেড লাইসেন্সঃ

এই ফিল্ডটি অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেহেতু শুধুমাত্র প্রকৃত ব্যাবসায়ী বিজ্ঞাপন দিতে পারবেন, তাই আপনার একাউন্ট ভেরিফিকেশনের জন্যে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স এর ছবি দিতে হবে। এটি শুধুমাত্র একাউন্ট ভেরিফিকেশনের জন্যে ১ বার দিতে হবে এবং এটি পেজে দেখা যাবে না।

১১। রেফারেন্স কোডঃ

এই ফিল্ডটি/ঘর বাধ্যতামূলক নয়, আপনি যখন আমাদের পেজে একটি একাউন্ট খুলবেন তখন আপনি একটি রেফারেন্স কোড পাবেন। আপনি যখন আপনার কোন বন্ধু বা পরিচিত ব্যাবসায়ীকে সওদাবাজার পেজে একটি একাউন্ট খুলে দিবেন এবং অন্তত একটি বিজ্ঞাপন দিয়ে দিবেন অর্থাৎ এই একাউন্টের মাধ্যমে অন্তত একটি বিজ্ঞাপন দেয়া হবে তখন আপনার একাউন্টে একটি বোনাস পয়েন্ট জমা হবে। এই বোনাস পয়েন্ট পাওয়ার জন্যে আপনি যখন কাউকে একাউন্ট খুলতে উৎসাহিত করবেন বা একাউন্ট খুলে দিবেন তখন খেয়াল রাখবেন এই রেফারেন্স কোড ঘরে আপনার রেফারেন্স কোডটি যেন লিখা হয়।       

সওদাবাজার পেজে বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়া হবে সেই ক্ষেত্রে এই রেফারেন্স কোড ব্যবহার করে আপনিও লাভবান হতে পারেন।

১২। সাবমিটঃ

প্রকাশ করার আগে আপনার বিজ্ঞাপন পুনরায় দেখুন কোন ভুল আছে কিনা । ভুল থাকলে তা সংশোধন করুন। 

‘সাবমিট’ বাটনে ক্লিক করার মাধ্যমে বিজ্ঞাপনটি পর্যালোচনার জন্য সওদাবাজার টিমের কাছে পাঠানো হবে, যারা বিজ্ঞাপনটি আমাদের নির্দেশিকা, নিয়ম এবং নীতিমালা মেনে চলছে কিনা তা দেখার জন্য পর্যালোচনা করবে। যদি কোন প্রবলেম থাকে তাহলে আপনাকে ইমেল দ্বারা তা জানিয়ে  দিবে এবং এডিট করতে বলা হবে আর যদি সব ঠিক ঠাক থাকে তাহলে আপনার বিজ্ঞাপন পেজে পাবলিশ হয়ে যাবে।

ব্যবহারকারীরা যাতে প্রতারিত, দুর্ব্যবহার বা হুমকির সম্মুখীন না হন তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই পদক্ষেপটি অনুসরণ করে থাকি। আমরা চাই সওদাবাজার এর ব্যবহারকারীরা একটি নিরাপদ ক্রয় ও বিক্রয়ের অভিজ্ঞতা লাভ করুক।

তাই বিজ্ঞাপন পোস্ট করার পরে আপনাকে এই পর্যালোচনার জন্যে অপেক্ষা করতে হবে, এই পর্যালোচনার সময় ১২ – ২৪ ঘন্টা লাগতে পারে । যথা সম্ভব দ্রুত আমাদের পর্যালোচনা দল আপনার বিজ্ঞাপন অনুমোদন করলে, আপনার বিজ্ঞাপন লাইভ হয়ে যাবে এবং আপনি একটি নোটিফিকেশন পাবেন ও সওদাবাজার পেজে দেখতে পাবেন।

বিজ্ঞাপন পেজে পাবলিশট হয়ে গেলে নজর রাখতে হবে এর ভিউ কেমন হচ্ছে।

বিজ্ঞাপনের ভিউ বৃদ্ধির জন্যে সওদাবাজার পেজে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ আছে সেগুলো কিনতে পারেন, মনে রাখবেন ভিউ যত বেশি হবে আপনার পণ্যের বিক্রি হওয়ার সম্ভাবনা ততো বাড়বে।

গাইডলাইন পড়ার জন্যে সওদাবাজারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

আরও জানতে