প্রশ্ন-উত্তর

সাধারণত যে প্রশ্নগুলো বেশি থাকে তার উত্তর গুলো জেনে নিন।

SowdaBazar.com -এ এড পোস্ট করা খুবই দ্রুত এবং সহজ! এজন্য হলুদ রঙের বিজ্ঞাপন দিন বাটনে ক্লিক করুন এবং নির্দেশনাবলি অনুসরণ করুন।

SowdaBazar.com -এ এড পোস্ট করার জন্যে আপনাকে প্রথমে এই পেজে রেজিস্ট্রেশন বা একটি একাউন্ট খুলতে হবে। তাই আপনার যদি রেজিস্ট্রেশন বা একটি একাউন্ট খুলা না থাকে তাহলে এড পোস্ট করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আপনাকে সাইন আপ করতে হবে। 

প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করার পর আপনার একটি একাউন্ট খুলবে যার মধ্যে দিয়ে আপনি এই পেজে এড পোস্ট করতে পারবেন ফ্রীতে । একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড টি দিয়েছেন তা লিখে রাখুন বা মনে রাখুন। 

আপনার বিজ্ঞাপনটি রিভিউ করার পর লাইভ করা হবে (এতে সাধারণত ঘণ্টারও কম সময় লাগে।)

কোনো বিজ্ঞাপন এডিট করতে, অনুগ্রহ করে ঐ বিজ্ঞাপনটি যে একাউন্ট থেকে দেয়া হয়েছে সেই একাউন্টে  গিয়ে "বিজ্ঞাপন এডিট করুন" বাটনটি ক্লিক করুন এবং আপনার পরিবর্তন গুলো দেয়ার পর পুনরায় সাবমিট বাটনে ক্লিক করুন।

কোনো বিজ্ঞাপন মুছে ফেলতে, অনুগ্রহ করে ঐ বিজ্ঞাপনটি যে একাউন্ট থেকে দেয়া হয়েছে সেই একাউন্টে  গিয়ে "ডিলিট" বাটনটি ক্লিক করুন।

SowdaBazar.com -এ কোনো নতুন পাসওয়ার্ড সেট করতে অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন, তারপর "সেটিংস" পেইজ-এ গিয়ে নতুন পাসওয়ার্ড লিখুন।

যদি আপনি আপনার SowdaBazar.com -এর পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তবে আপনি:

  • লগ-ইন পেজ-এ যাওয়ার পর "আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন" লিংকে ক্লিক করুন।
  • যেকোনো একটি বিজ্ঞাপনে ক্লিক করুন, তারপর "বিজ্ঞাপন এডিট করুন" বা "বিজ্ঞাপন মুছে ফেলুন"-এ ক্লিক করুন এবং অবশেষে "আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন?" লিংকে ক্লিক করুন।

আপনি যদি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনার SowdaBazar.com পাসওয়ার্ড থাকবে না। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন।

বিজ্ঞাপনগুলো ৬০ দিন পর্যন্ত প্রদর্শিত হয়, যদি না আপনি সেগুলো আগেই মুছে ফেলেন।

আমরা গ্রহণ করি না:
  • এমন সব সেবা বা আইটেম যা বাংলাদেশ-এ অবৈধ
  • কোন প্রকার পুরাতন পণ্য (বিশেষ কিছু পণ্য বাদে)
  • বাংলাদেশ-এ অবস্থিত নয় এমন কোনো আইটেম বা সেবা
  • অকার্যকর ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস
  • অবাস্তব প্রস্তাব
  • আপত্তিকর ভাষা
  • আপত্তিকর ছবি
  • বিজ্ঞাপনে দেয়া আইটেম বা সেবার সাথে মিল নেই এমন কোনো শিরোনাম বা বর্ণনা
  • বিজ্ঞাপনের সাথে মিল নেই কিংবা বিজ্ঞাপিত আইটেমটি স্পষ্টভাবে দেখা যায় না এমন কোনো ছবি
  • প্রথম ছবিতে বেশি টেক্সট / লেখা (লোগো এবং প্রোডাক্ট কোড ব্যাতিত)
  • অনির্দিষ্ট আইটেম বা সেবা, উদাহরণসরূপ, কোনো কোম্পানির বিবরণ দেয়া
  • বিজ্ঞাপনে দেয়া আইটেম বা সেবার সাথে সম্পর্কিত নয় এমন কোনো URL লিঙ্ক দেয়া
  • একই বিজ্ঞাপনে কেনা-বেচা এই দুই ধরনেরই প্রস্তাব দেয়া
  • হুবহু একই বিবরণের আরও একটি বিজ্ঞাপন সাইটে প্রকাশিত থাকলে অথবা গত ৭ দিনের মধ্যে একই বিবরণের বিজ্ঞাপন আবার পোস্ট করলে।
  • একই বিজ্ঞাপনে একাধিক আইটেম
  • অন্য কোন কোম্পানির পন্যের নকল, ভুয়া অথবা রেপ্লিকা
  • উপরোন্ত, একবার বিজ্ঞাপন পোস্ট করার পর বিজ্ঞাপিত পণ্য/সেবাটি বদলানো যাবে না।

সকল বিজ্ঞাপনই পর্যালোচনা করা হয় যাতে কোন গ্রাহক প্রতারনা ও স্প্যামের স্বীকার না হয়, তাই কোনো বিজ্ঞাপন সাইটে দেখানোর পূর্বে ১ ঘণ্টার মতো সময় লাগতে পারে। যদি ১ ঘণ্টা পরও আপনি বিজ্ঞাপন দেখতে না পান, তবে হয়তো তা আমাদের পোস্টিং-এর নিয়মাবলী লঙ্ঘন করে থাকতে পারে। যদি আপনার বিজ্ঞাপন অনুমোদিত না হয়ে থাকে, তবে কারণ ব্যাখ্যাসহ আপনি একটি ইমেইল পাবেন।

আমাদের কাছ থেকে সাড়া পেতে যদি আপনার ২৪ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়, তবে বিজ্ঞাপন পোস্ট করার সময় আপনি হয়তো আপনার ফোন নাম্বার দিতে ভুল করেছেন। আবার পোস্ট করার চেষ্টা করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন

আপনি যদি আমাদের বিজ্ঞাপনগুলোতে সাড়া না পান, তবে আমাদের পরামর্শ হল বিক্রির টিপস দেখার জন্য অনুরধ করা হচ্ছে।

আপনার অ্যাকাউন্ট-এ লগ ইন করার জন্য, সরাসরি লগ ইন পেজে চলে যান এবং আপনার ইমেইল ও SowdaBazar.com পাসওয়ার্ড দিন। যদি আপনি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করে থাকেন, তাহলে "ফেসবুকের সঙ্গে চলুক" এ ক্লিক করুন এবং নির্দেশনাবলি অনুসরণ করুন।

আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে, "লগ আউট" অপশনে ক্লিক করুন।

১২. আমি কিভাবে চ্যাটের ম্যাসেজগুলো পাবো?

প্রিমিয়াম প্যাকেজ সম্পর্কিত প্রশ্ন-উত্তর

টপ অ্যাডস সম্বন্ধে বিস্তারিত জানতে, অনুগ্রহ করে বিজ্ঞাপনের প্রচার ও প্রসার পেইজটি দেখুন।

"ডেইলি বাম্প-আপ"সম্বন্ধে বিস্তারিত জানতে, অনুগ্রহ করে বিজ্ঞাপনের প্রচার ও প্রসার পেইজটি দেখুন।