বেশি ক্রেতা আকৃষ্ট করবেন যেভাবে
আপনার পণ্যের সেল বৃদ্ধি করার জন্যে বেশি বেশি পণ্যের ফ্রি বিজ্ঞাপন দিন।
বেশি সংখ্যক ক্রেতা আকৃষ্ট করতে কিভাবে অ্যাড পোস্ট করবেন তার কিছু টিপস নিচে দেয়া হলঃ
যত বেশি সম্ভব বিস্তারিত লিখুনঃ
অ্যাড এর প্রাসঙ্গিক বিবরণ বেশি ভিউ বাড়ায়। ক্রেতাগন আগ্রহী হয় এমন সব শব্দ এবং তথ্য উল্লেখ করুন। বাড়িয়ে না বলে বাস্তসম্মত তথ্য দিন।
সঠিক দাম দিনঃ
দাম ঠিক থাকলে সব কিছুই বিক্রি হয়! সওদা বাজার এর বিজ্ঞাপনগুলো দেখে প্রতিযোগিতামূলক একটি দাম নির্ধারণ করুন। স্বাভাবিকভাবেই কম দামের প্রতি বেশি আগ্রহ থাকে। আপনি যদি দামাদামী করার সুযোগ দিতে চান, তাহলে অ্যাড পোস্ট করার সময় আলোচনা সাপেক্ষে অপশনটি নির্বাচন করুন।
ভালো ছবি আপলোড করুনঃ
যে পণ্য বিক্রি করবেন সেটির স্পষ্ট ছবি দিন। ডাউনলোড করা ছবির চেয়ে সত্যিকারের ছবি ১০ গুন বেশি ভিউ বাড়ায়। পর্যাপ্ত আলো নিশ্চিত করুন এবং বিভিন্ন দিক থেকে ছবি তুলুন। একই পণ্যের ৪/৫ টি ছবি দিন ।
অ্যাড প্রমোশন ব্যবহার করুনঃ
আপনি একটি ভালো মানের অ্যাড পোস্ট করেছেন, এখন সময় বেশি বেশি মানুষকে দেখানোর! তাই সওদা বাজারের বিভিন্ন অ্যাড প্রমোশন প্যাকেজ ব্যবহার করে ১০ গুন বেশি ভিউ এবং বেশি আগ্রহী ক্রেতা আকৃষ্ট করুন। যত বেশি আগ্রহী ক্রেতা ভালো দামে বিক্রি করার সম্ভাবনা ততই বেশি।